ওয়েবসাইটে আর্টিকেল লিখে আনলিমিটেড আয় করুন

ওয়েবসাইটে আর্টিকেল লিখে আনলিমিটেড আয় করুন

ওয়েবসাইটে আর্টিকেল লিখে আনলিমিটেড আয় করার উপায় নিয়ে আজকের বেকারত্ব দূর করা নিয়ে একটি পরামর্শ দিতে চাই। আপনি কেন বেকার থাকবেন। যেখানে শতশত উপায় আছে ইনকাম করার, সেখানে কেন বেকার থাকবেন?

আপনার একটি উদ্যোগ আপনাকে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ইনডেক্সওয়ারে এসব বিষয় নিয়ে নিয়মিত লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে সবচেয়ে সহজ উপায় অর্থাৎ ওয়েবসাইটে আর্টিকেল লিখে আনলিমিটেড আয় করবেন কিভাবে তা জানাবো।

প্রথমত যেকোন একটি বিষয় সিলেক্ট করুন। যে আমি এই বিষয় নিয়ে সাধারণ অনলাইন পাঠককে সবচেয়ে সুন্দর ও সহজ ভাষায় নির্দিষ্ট বিষয়ের উপর যা জানার দরকার, তা জানিয়ে দিবো। যদি ইংরেজিতে লিখার দক্ষতা থাকে, তাহলে শুধু ইংরেজিতে লিখতে হবে। না হয় বাংলায় লিখলেও সুন্দর করে লিখে কাঙ্ক্ষিত অর্থ উপার্জন করতে পারবেন।

ওয়েবসাইট কিভাবে তৈরী করতে হয়

ওয়েবসাইট তৈরী করার জন্য, কারো কাছে না গিয়ে, ইউটিউব থেকে কয়েকদিন ভিডিও দেখে নিজেই শিখে পারবেন। অথবা কম্পিউটারে বেসিক ট্রেনিং থাকলে, যেকোন ট্রেনিং সেন্টার থেকে ওয়েব ডেভেলপ করা শিখে নিতে পারেন। এর জন্য তেমন বেশি খরচ হওয়ার কথা না। কিভাবে ডোমেইন কিনতে হয়, হোস্টিং নেয়ার সিস্টেম, থিম কিভাবে ইনস্টলেশন করতে হয়, তা সুন্দরভাবে শিখিয়ে দিবে।

ওয়েবসাইটে কিভাবে আর্টিকেল লিখতে হয়

আর্টিকেল লিখতে হলে, এডমিন প্যানেল থেকে পোস্ট অপশন সিলেক্ট করতে হবে। তারপর হেডিং কি দিবেন তা চিন্তা করে লিখতে হবে। কারন একটা সুন্দর হেডলাইন আপনার ক্লিক সিটিআর বাড়াবে। অনেক সময় দেখবেন, ইম্প্রেশন প্রচুর হয় কিন্তু ক্লিক পড়ে কম, বা পড়েইনা হয়ত। এর কারণ হেডলাইন পড়ে পাঠক বুজতে পারে, এখানে তাদের কাঙ্ক্ষিত লেখা হয়ত নাই।

তাই টাইটেল সুন্দর করে লিখতে হবে। তারপর ইন্ট্রোডাকশন এ মুল্যবান তথ্যের মুল অংশ লিখবেন। এবং সাবটাইটেল এ আরো কিছু রিলেভ্যান্ট কিওয়ার্ড নিয়ে লিখবেন। প্যারাগ্রাফে সুন্দর সুন্দর তথ্য লিখার চেস্টা করবেন। যেন একজন পাঠক এই লিখার বিষয়গুলো সম্পর্কে সবই জানতে পারে। তবে তা আলাদা আলাদা প্যারাগ্রাফে লিখবেন। সব তথ্য একই প্যারায় লিখে জগা খিচুরী করবেননা।

প্রত্যেকটি লেখার মুল সুত্র কোন সাইট থেকে নিয়ে আসছেন, এর জন্য পোস্টের যেকোন এক জায়গায় তার লিংক দিবেন। এটাকে আউটবন্ড লিংক বলা হয়। তাতে গুগলে আপনার লেখার গ্রহনযোগ্যতা বেড়ে যায়। লেখা রেংক করে দ্রুত।

দেখবেন অনেক সাইটে অবৈজ্ঞানিক কিছু তথ্য এমনভাবে তুলে ধরে, সাময়িক সময়ের জন্য হয়ত এগুলো রেংক পায়, তবে এগুলো বেশীদিন ঠিকতে পারেনা। ঐ নির্দিষ্ট বিষয়ের উপর ভাল লেখা যদি গুগলে ইনডেক্স হয়ে যায়, তাহলে গুগল কতৃপক্ষ ঐ অবৈজ্ঞানিক লেখানে রেংক থেকে সরিয়ে ফেলে। তাই যুক্তিসঙ্গত লেখা লিখবেন।

ইমেজ কতটা জরুরী

যে বিষয়ে লিখবেন, তার একটা ইমেজ বা ছবি যুক্ত করা খুব জরুরী। একজন পাঠক অনেক সময় ইমেজ দেখেও লেখা পড়ার আগ্রহ বাড়ায়। তাছাড়া গুগল রেংক পেতে এসইওর প্রয়োজনে ভুমিকা রাখে। তবে এই ইমেজ গুগল থেকে কপি বা ডাউনলোড করে না দেয়ার চেস্টা করবেন। গুগল চায় নতুন কিছু আপলোড করুন। তাই সেটাই করবেন।

এবার লেখাটি পাবলিশ করুন। ভুল থাকলে আপডেট করবেন। এসইওর কাজটাও শিখে নেয়ার চেষ্টা করবেন। এভাবে নিয়মিত লিখুন, একসময় দেখবেন আপনার ওয়েবসাইটে প্রতিদিন হাজার হাজার ট্রাফিক আসতেছে। (ওহ্ এখানে আমরা ইউজারদের ট্রাফিক বলি, পাঠক যারা সবাই ট্রাফিক)। ভাল পরিমান ট্রাফিক আসলে যেকেন এড নেটওয়ার্কে বিজ্ঞাপন পাবলিশ করার জন্য আবেদন করতে পারেন। এতে আপনার পাঠকরা লেখাগুলো পড়তে আসলে, তাদের কাছে বিজ্ঞাপনগুলো শো করবে। এতে আপনার আর্নিং হবে। এভাবেই ওয়েবসাইট তৈরী করে ইনকাম করতে পারবেন।

ওয়েবসাইটে আর্টিকেল লিখে আনলিমিটেড আয় করার বিষয়ে যদি কোন প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানাবেন। চেষ্টা করবো এবিষয়ে আরও জানিয়ে দিতে।

আরও পড়ুন – ব্যবসায় বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা

Leave your comment
Comment
Name
Email