ব্যবসায় বিজ্ঞাপন কতটা জরুরী

ব্যবসায় বিজ্ঞাপন কতটা জরুরী

ব্যবসায় বিজ্ঞাপন কতটা জরুরী
হাস্যকর হলেও এটাই সত্যি! গল্পটা বলবো?
হাসবেননা বা না বুঝেই কিছু বলবেননা। ওকে?
আপনি আপনার ব্যবসা পরিচালনার জন্য, কতরকমের বিজ্ঞাপন দেন? বিজ্ঞাপন বা প্রচার ছাড়া কি কোন ব্যবসা পরিচালনা করা সম্ভব?

শুনেন, একসময় ভাবতাম লাক্স সাবান বাঙ্গালির একমাত্র পছন্দ থাকার পরও কেন, লাক্সের এতো বিজ্ঞাপন!
এটাতো বিজ্ঞাপন না দিয়ে, ঐ খরচটা অন্যভাবে খরচ করতে পারতো।
তখন ভেবেছিলাম, হয়ত সরকারী কোন রুলস আছে, যে বিজ্ঞাপন দিতেই হবে। না হলে, যার বিজ্ঞাপনের কোন প্রয়োজন নাই, সে কেন বিজ্ঞাপন দিচ্ছে!

এখন বুঝতে পারতেছি ব্যবসার জন্য বিজ্ঞাপন কতটা জরুরী। মুলত পন্য বিক্রয়ের একমাত্র মাধ্যমই হলো, প্রচার বা বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন বিভিন্ন উপায়ে হতে পারে। এর মধ্যে প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া ও ক্যাম্পেইন।

প্রিন্ট মিডিয়া হলো- পত্রিকা, লিফলেট, স্টিকার, ক্যালেন্ডার ইত্যাদি।
অনলাইন এডস হতে পারে, ফেসবুক গুগল সহ বিভিন্ন প্লাটফর্মে পণ্যের এড দেয়া।
ক্যাম্পেইন হলো- ক্রেতাদের বিভিন্ন সময়, উপহারের মাধ্যমে উৎসাহিত করা। এসব কিছুই একেকটা প্রচার মাধ্যম।

তবে সবচেয়ে কম খরচে এখন বিজ্ঞাপন দেয়া যায় অনলাইন প্লাটফর্মে। যেমন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অনেক কিছুর প্রয়োজন হয়, যা ব্যায়বহুল। আবার অনলাইনে তেমন খরচ নাই বললেই চলে, প্রায় চার ভাগের একভাগ খরচ হয়। আবার ক্যাম্পেইনে যেমন খরচ হয়, তেমন লাভও হয়। তবে এটাতে খরচ সবচেয়ে বেশী।

অনলাইন বিজ্ঞাপন দিতে, প্রতিষ্টানের কতৃপক্ষ যেকোন ওয়েবসাইট কতৃপক্ষের সাথে যোগাযোগ করলেই, একটা বিজ্ঞাপন সাবমিট করতে পারেন। এবং বলা যায় একেবারে কম খরচে এই বিজ্ঞাপনগুলো দেয়া যায়।

শুনেছিলাম কোন এক প্রতিষ্ঠান বাংলাদেশে গুগল এডসেন্স এর মতো একটা এড নেটওয়ার্ক নিয়ে আসতেছে। এটা যদি চলে আসে, হয়ত কোম্পানিগুলোর জন্য সুদিন চলে আসবে। বিশেষ করে ছোট ছোট কিছু প্রতিষ্ঠান ভাল সুবিধা পাবে। আমরাও সেদিনের অপেক্ষায় আছি। সুপ্রভাত বাংলাদেশ।

আরও পড়ুন – অল্প পুঁজিতে কাপ দই এর ব্যবসা করুন

Leave your comment
Comment
Name
Email