
বিকাশে সবচেয়ে কম রেটে ক্যাশআউট করার কৌশল জেনে নিন। এবং প্রতি হাজারে মাত্র ১০ টাকায় ক্যাশআউট করুন। বিভিন্ন দেশে যখন ই- ক্যাশ পদ্ধতি সুলভ হচ্ছে, আমাদের দেশে লাগামহীন চার্জ গ্রাহকদের উপর বোঝা হয়ে দাড়িয়েছে। তাই গ্রাহকরাই এই বোঝা একটু কমিয়ে নিতে পারবে।
কিভাবে ১০ টাকা চার্জে ক্যাশ আউট করবেন
১০ টাকা চার্জে ক্যাশ আউট করার জন্য আপনার আশেপাশের বিকাশ এজেন্টের পার্সোনাল নাম্বারে সেন্ড করার অফার করবেন। তবে অবশ্যই ৫ হাজারের বেশী হতে হবে। এতে এজেন্টের লাভ হবে, বিনা খরচে ঐ টাকাগুলো অন্য কাস্টমারকে ক্যাশইনের পরিবর্তে সেন্ড মানি করে দিবে। আপনার কাছ থেকে বিকাশ কতৃপক্ষ সেন্ডমানি চার্জ ৫ টাকা কেটে নিবে।
বিকাশে সেন্ডমানি করার নিয়ম
আপনি ক্যাশ আউট করার পরিবর্তে যখন সেন্ডমানি করবেন, তখন ৫ হাজারে ৫০ টাকা অতিরিক্ত পাঠাবেন। অথবা যদি ৫ হাজার টাকাই সেন্ডমানি করেন, তাহলে এজেন্টকে অতিরিক্ত ৫০ টাকা নগদ দিয়ে দিবেন। অবশ্য বিকাশ এজেন্টের সাথে আগে কথা বলে নিবেন। যদি তিনি রাজি হন, সেই আলোচনা সাপেক্ষে ঐ লেনদেন করতে হবে।
বিকাশ এজেন্ট সেন্ড মানি করতে রাজি হওয়ার যুক্তি
বিকাশ এজেন্ট ক্যাশআউটের পরিবর্তে সেন্ডমানি করার পেছনে কারন হলো- ক্যাশ আউট করলে, বিকাশ কতৃপক্ষ একটা চার্জ নিয়ে নিবে। আর সামান্য কমিশন হিসাবে এজেন্টকে দিবে, যা সেন্ড মানির ১০ টাকা হাজার প্রতি দেয়ার চেয়েও কম। তাই এজেন্ট যদি হাজারে ১০ টাকা নিয়েও আপনাকে সেন্ডমানির বিনিময়ে টাকা উইথড্রো করে দেয়, তবুও কাশ আউটের চেয়ে হাজারে প্রায় ২ টাকা বেশী লাভ হবে।
আসলে এই সুযোগটা এতোদিন তারা নিয়েছিল, এবং সম্পুর্ন বেনিফিটটা তারা একাই ভোগ করেছিল। ইদানিং কয়েকজন ভাল মনের এজেন্টরা এই সুযোগ দিয়ে যাচ্ছে। তবে অনেক মুনাফাখোর লোভী এজেন্ট এতে রাজি নাও হতে পারে। তখন আপনিও সেন্ডমানিতে রাজি হবেননা। বলবেন লিমিট শেষ! তাই ক্যাশআউটই করতে হবে। তাহলে দেখবেন ওটাতেই রাজি হয়ে যাবে।
বিকাশ চার্জ কমলো কত
আপনি যদি ২৫ হাজার টাকা ক্যাশআউট করতেন, তাহলে বিকাশ চার্জ আসতো ৪৬২.৫ টাকা। কিন্তু আপনি যদি সেন্ড মানি করে পাঠিয়ে দেন। তাহলে আপনার সর্বসাকুল্যে খরচ হবে- ২৫৫ টাকা। খরচ বাঁচবে ২০৭ টাকা বা তার একটু বেশী। এখন বিকাশ এজেন্টের লাভ হবে কত?
বিকাশে ক্যাশ আউট করলে এজেন্টরা প্রতি হাজারে ৬ টাকা বা তার একটু বেশী পেতো সর্বসাকুল্যে, সেই হিসাবে ৬×২৫= ১৫০ টাকা বা বোনাসসহ হয়ত ২০০ এর বেশী নয়। কিন্তু সেন্ডমানি করায় তিনি অতিরিক্ত ৫০ টাকা বেশী লাভ করতে পারলেন।
বিকাশ এজেন্ট এই সহজ বিষয়টা না বুঝার ভান করতে চাইবে। তখন ইনডেক্স ওয়ারের এই পোস্ট দেখাতে পারেন। অথবা কোন অবস্থাতেই তাকে একা মজা খেতে দিবেননা। আপনি ক্যাশআউট করে নিবেন। ৫০-৬০% গ্রাহক এভাবে লেনদেন করলে, বিকাশ কতৃপক্ষ বাধ্য হয়ে কাশআউট চার্জ কমাবে। না কমালেও তাদের কোন ক্ষতি নাই। কারন তারাতো সেন্ডমানিতে ৫ টাকা চার্জ পাচ্ছেই।
বিকাশে সেন্ডমানির লিমিট কত
প্রশ্ন আসতে পারে বিকাশের সেন্ডমানির লিমিট কত? হ্যাঁ সেন্ডমানির লিমিট ২৫ হাজার পর্যন্ত প্রতি লেনদেনে ৫ টাকা। তারপর থেকে প্রতি লেনদেনে ১০ টাকা করে কেটে নিবে। তাতেও কোন সমস্যা নাই। তখন মাত্র ৫ টাকা বেশী খরচ হবে, হউক তাতে কি? তবুও প্রায় অর্ধেক সেইভ হবে।
বিকাশ এজেন্টকে একটু বুঝিয়ে বললে বড় বড় লেনদেনগুলো এভাবেই করতে পারবেন। তাতে দেখবেন প্রায় অর্ধেক খরচ বেঁচে যাবে। এবং বিকাশ লেনদেন করতে আর খরচের চিন্তা তেমন করতে হবেনা। বুদ্ধিটি ভাল লাগলে একটা কমেন্ট করে জানাবেন, আর কি জানতে চান। আপনার কোন ব্যবসা প্রতিষ্ঠান থাকলে তার জন্য একটা প্রোফাইল তৈরী করে বিশ্বময় পরিচিত করাতে উপরে indexwar লেখায় টাচ করুন। এবং একটা লিস্টিং করে নিন।