ওয়েবসাইট/ইন্টারনেট

কিভাবে সহজে Google Adsense এপ্রুব করাবেন

কিভাবে সহজে গুগল এডসেন্স এপ্রুব করাবেন। সম্পুর্ন বাংলায় পরামর্শ দেয়া হলো। এখন থেকে খুব সহজে আপনার ওয়েবসাইটে গুগল এডসেন্স এপ্রুবাল নিতে পারবেন। সেই সাথে আপনার কাঙ্খিত অর্জনে আর কোনো বাধা থাকবেনা আশাকরছি। তবে এর জন্য গুগলের নিয়মগুলো আপনাকে অনুসরণ করতে হবে।

গুগল এডসেন্স কি

Google Adsense হলো Google পরিচালিত একটি বিজ্ঞাপন প্রদর্শনী প্রোগ্রাম, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন ও ওয়েবসাইটের স্বত্বাধিকারীদের মধ্যে একটা সেতুবন্ধন হিসাবে কাজ করে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন সংগ্রহ করে, অনুমোদিত ওয়েবসাইটগুলোতে তা প্রদর্শনের দায়ীত্ব পালন করে।

Google adsense থেকে কিভাবে ইনকাম করা হয়

Google adsense থেকে ইনকাম মুলত বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমেই হয়ে থাকে। যা একজন কন্টেন্ট রাইটার কষ্ট করে একটি ওয়েবসাইট তৈরী করেন, এবং তা বিনামূল্যে পাঠকদের পড়ার অনুমতি দিয়ে থাকেন। এটাকে আরও উৎসাহিত করার জন্য Google adsense কতৃপক্ষের একটি বিশেষ উদ্যোগ হিসাবে, সকল ওয়েবসাইটের মালিকগন এই সুযোগটা পেয়ে থাকেন। Google এর কিছু নিয়ম-কানুন ও শর্ত মেনে যেসব ওয়েবসাইট তৈরী হয়, সেগুলোকে Google adsense এপ্রুব করে দেয়। এবং তা থেকে কাঙ্খিত ইনকাম করা যায়।

একজন পাঠক ঐ ওয়েবসাইটের আর্টিকেল পড়তে এসে, যেকোন প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করলে, তা থেকে একটা কমিশন পেয়ে থাকেন। আর এই বিজ্ঞাপনগুলো ইউজারদের পছন্দের উপর বা লেখার ধরনের উপর নির্ভর করে প্রদর্শিত হয়। তাই লেখা ও ধরন অনুযায়ী আলাদা আলাদা ওয়েবসাইটে ভিন্ন রকম ইনকাম হতে পারে।

Google Adsense এ কিভাবে এপ্রুবাল পাওয়া যায়

Google Adsense এ আপনার ওয়েবসাইট এপ্রুবাল পেতে Google এর কিছু নিয়ম ও শর্ত আপনাকে মানতে হবে। অন্যথায় আপনি এডসেন্স এপ্রুব পাবেননা। প্রথমে Google Adsense এর ওয়েবসাইটে আপনাকে সাইন আপ করতে হবে। আপনার ব্যাক্তিগত তথ্য দেয়ার পর, আপনার ওয়েবসাইট এবং বিবরনগুলো সঠিক হতে হবে। তারপর ইমেইল চেক করে এডসেন্স থেকে যে কোড পাবেন, তা আপনার ওয়েবসাইটের হেডার অপশনে বসাতে হবে।

এধরনের আরও কোড পাবেন, যা দিয়ে আপনি আপনার ইচ্ছামত বিজ্ঞাপন কাস্টমাইজ করতে পারবেন। আপনার ওয়েবসাইটে ট্রাফিক বেশী হলে ইনকামও বেশী হবে। তার জন্য আপনি চাইলে বিজ্ঞাপন বেশী করে দেখাতে পারবেন।

Google Adsense Approval এর জন্য শর্তগুলো কি

Google Adsense Approval এর জন্য শর্তগুলো হলো- আপনার ওয়েবসাইটের আর্টিকেল হতে হবে সম্পুর্ন নতুন এবং মানসম্মত লেখা দিয়ে সাজানো। অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি করা হলে বা ট্রানলেশন, সরাসরী রোবটের সহায়তায় রেডিমেট লেখা, অথবা অনর্থক ও অবৈজ্ঞানিক লেখা থাকলে তা এডসেন্স এপ্রুবালের যোগ্য হবেনা। অর্থাৎ আপনাকে Google Adsense এর বিজ্ঞাপন প্রদর্শনের অনুমতি দেয়া হবেনা।

আপনার ওয়েবসাইটে নির্দিষ্ট পরিমাণ ইউজার না থাকলে, বিজ্ঞাপন কাকে দেখাবেন? তাই একটা নির্দিষ্ট পরিমানের ভিজিটর আসতে পারে এরকম কিছু আর্টিকেল থাকতে হবে। সেই সাথে গড়ে প্রতিদিন ১০০ জন ভিজিটর আসলেই আপনি Google Adsense এর জন্য এপ্লাই করতে পারেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, Google কে ট্রাফিক দেখাতে গিয়ে, কোন প্রকার অবৈধ ব্যবস্থা গ্রহন থেকে বিরত থাকবেন। কারন Google সবই বুঝতে পারে, এবং এগুলোকে ট্র্যাকিং করার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। তাই এসব পরিহার করবেন। উচ্চমানের আর্টিকেল লিখে যান, আপনার ওয়েবসাইটে সময় দিন, আপনার লেখা দ্বারাই কাঙ্ক্ষিত ট্রাফিক নিয়ে আসতে পারবেন।

আপনার ওয়েবসাইটের ডিজাইন সুন্দর ও পরিচ্ছন্ন, সহজে-নেভিগেট এবং ইউজার ফ্রেন্ডলি রাখতে হবে। এবং লোডিং টাইম যেন দ্রুত হয়, তার জন্য ভাল একটি হোস্টিং সার্ভিস নিতে হবে। কারন, লোডিং টাইম দ্রুত না হলেও Google Adsense Approval পেতে অসুবিধা হতে পারে।

আপনার ওয়েবসাইটে অবশ্যই Google Adsense এর নীতিমালা অনুযায়ী প্রত্যেকটি শর্ত মেনে চলতে হবে। যেমন- অবৈধ কার্যকলাপ, ঘৃণ্য ও অশালীন বক্তব্য, প্রতারনা মুলক আচরন, ও ক্লিক করাতে বাধ্য করা যাবেনা।

ডোমেইন নেয়ার ক্ষেত্রে যাচাই করবেন, এই ডোমেইনের প্রতি Google এর কোন অভিযোগ আছে কিনা। অথবা ফ্রি হোস্টেড ওয়েবসাইট যেন না হয়, এবং বেআইনী বা নিষিদ্ধ কোন কিছু যুক্ত আছে কিনা তা খুব সতর্কতার সাথে পরিক্ষা করে নিবেন। যদি এরকম কিছু থাকে, তাহলে আপনি Google adsense এপ্রুব নিতে পারবেননা।

সবগলো যদি সঠিক থাকে, তাহলে Google Adsense এর জন্য আবেদন করতে পারেন। এবং আবেদনের পর কয়েক দিন অপেক্ষা করা লাগতে পারে। তবে যদি কোন শর্ত পূরণে সমস্যা না থাকে, তাহলে আপনি অনুমোদন পেতে পারেন।

এডসেন্স থেকে এড লিমিট হয় কেন

এডসেন্স থেকে এড লিমিট হওয়ার প্রথম কারন হলো অর্গানিক ভিজিটর কম থাকা। এবং এডসগুলোতে ইনভেলিড ক্লিক দেয়াই মুলত এডস লিমিট হওয়ার প্রকৃত কারন। এগুলো মুলত Google Adsense এর সিকিরিটি সম্পর্কিত পদক্ষেপ। আপনার ওয়েবসাইটে পর্যাপ্ত ভিজিটর নাই অথচ ক্লিক বেশী হচ্ছে, এই ক্লিকের জন্য আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দেয়াটাই গুগল কতৃপক্ষ সঠিক মনে করে। কারন, এতে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির আশংকা থাকে। গুগল এডসেন্স এধরনের ক্ষতি থেকে তাদেরকে রক্ষা করার জন্য, এই পদক্ষেপ নিয়ে থাকে।

High CPC Adsense কি

High CPC Adsense হলো, যেসকল কিওয়ার্ডের বিজ্ঞাপন প্রদর্শনের ক্লিক রেট বেশী, অর্থাৎ প্রতি ক্লিকে অন্যান্য বিজ্ঞাপনের চেয়ে কয়েকগুন বেশি ডলার দেয়া হয়, এগুলোকে High CPC Ads বলে। এসব কিওয়ার্ড গুগলসহ বিভিন্ন ওয়েবসাইট থেকে রিসার্চ করে নিতে হয়। MOZ, Ahrefসহ অনেকগুলো টুলস পাওয়া যায়, যা দিয়ে এগুলো রিসার্চ করতে সহজ হয়। অনেক সময় আবার ইউজারদের সার্চ থেকেও রেকর্ড করে গুগল এডসেন্স এর এডস দেখিয়ে থাকে। তখনও আপনি CPC বেশী পেতে পারেন।

এডস লিমিট হলে তার সমাধান কি

এডস লিমিট হলে, যা করবেন-
আপনার ওয়েবসাইটে আরও ইউনিক আর্টিকেল লিখে যাবেন। আগের আর্টিকেলগুলোতে ইউজার আসছে কিনা, তা পরিক্ষা করবেন। গুগল সার্চ কনসল থেকে দেখে নিবেন, আপনার কিওয়ার্ড বা লেখাগুলো গুগলের সার্চ পজিশন কি? এগুলো প্রথম পেজে না থাকলে, আরও ইনফরমেশন যুক্ত করার চেষ্টা করবেন, ভুলগুলো সংশোধন করে, আবার আপডেট করবেন। সেইম নিশের আরও আর্টিকেল লিখবেন এবং এগুলো যেন ফার্স্ট পেজে রেংক করে, সেদিকে খেয়াল রাখবেন। তারপর দেখবেন, ভিজিটর বেড়ে গেছে। এভাবেই একসময় আপনি আবার এডসেন্স এর পূর্ণতা ফিরে পাবেন। অর্থাৎ আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানো শুরু হবে। অযথা কোন অবৈধ টুলসের সহায়তা নিবেননা। প্রাকৃতিকভাবে কাজ করে যান। দেখবেন গুগল এডসেন্স কতৃপক্ষ বা ক্রলার আপনার সম্পর্কে ভাল ধারনা পেলে, অবশ্যই এডসেন্স থেকে ভাল ইনকাম করতে পারবেন। অন্যথায় আজীবনের জন্য আপনার ওয়েবসাইটটি নিষিদ্ধ হতে পারে।

আরও পড়ুন – বিকাশে মাত্র ১০ টাকা চার্জে ক্যাশ আউট করার উপায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button