শেয়ারে ব্যবসা শুরু করবেন কিভাবে

শেয়ারে ব্যবসা শুরু করবেন কিভাবে এ সম্পর্কে কয়েকটি আইডিয়া দেয়ার চেস্টা করবো ইনশাআল্লাহ। যেন ব্যবসায় ক্ষতি না হয় অথবা কয়েকদিন পর যেন ব্যবসায় ঝামেলা না হয়। আজকে কিছু টিপস দিয়ে আপনাদেরকে একটু সহজ করে দিতে চাচ্ছি।
শেয়ারে ব্যবসা করলে কি লস হয়
শেয়ারে ব্যবসা করলে শুধু লস হবে এমনটা কখনোই ভাববেননা। আবার সবকিছু না জেনে, কোন ব্যবসায় পার্টনারশিপ নিয়ে লাভবান হবেন, এটাও ভাববেননা। কারন, ব্যবসা এমন এক পেশা, যেখানে দায়ীত্ব ও কর্তব্য অনেক বেশী। পার্টনার বা শেয়ার হোল্ডারদের কারনেও ব্যবসা গুটিয়ে নিতে দেখেছি অনেক। তাই, পার্টনার নিতে হলে যেমন সবকিছু যাচাই করা প্রয়োজন, তেমনি পার্টনার হতে হলেও খুব সতর্কতার সহিত সবকিছু জেনেশুনে, শুরু করা উচিৎ।
পার্টনার বা শেয়ারহোল্ডার নিতে কি কি জানা উচিত
আপনার ব্যবসায় কোন পার্টনার বা শেয়ারহোল্ডার নিতে চাইলে, প্রথমত জানতে হবে, যাকে পার্টনার করছেন- তার আর্থিক স্বচ্ছলতা কেমন। পর্যাপ্ত ইনভেস্ট করার মতো ক্ষমতা আছে কিনা, বা প্রয়োজন হলে ইনভেস্ট বাড়াতে পারবে কিনা। নাকি পরবর্তীতে আরও কোন ইনভেষ্টর নিতে হবে।
যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আরও একটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। তা হলো- যে ধরনের ব্যবসায় পার্টনার নিচ্ছেন, সেই ব্যবসা সম্পর্কে ঐ পার্টনারের কোন বেসিক জ্ঞান আছে কিনা। যদি না থাকে, তাহলে এই ব্যবসায় তাকে জড়ানো ঠিক হবেনা। কারন, আপনি তার কাছ থেকে শুধুমাত্র টাকা ইনভেস্টমেন্ট ছাড়া আর কোনরুপ ব্যবসায়ীক সহযোগিতা পাবেননা। এই ক্ষেত্রে আপনি একপর্যায়ের ক্ষতিগ্রস্ত, অর্থাৎ ব্যবসায়ীক যত কলাকৌশল, হিসাব নিকাশ সবই আপনাকে করতে হবে। এটা একধরনের বাড়তি কাজ হবে আপনার জন্য।
শেয়ার হোল্ডারের যদি কিছুটা হলেও ধারণা থাকতো, তাহলে ব্যবসায়ীক কোন নতুন কৌশল বা প্লানিং এ সহযোগিতা পেতেন। আপনার অনুপস্থিতিতে জরুরী কোন কাজ থাকলে, পার্টনার তা সেরে ফেলতে পারতো। তাই কোন ব্যবসায় পার্টনার নিতে হলে, চেষ্টা করবেন ঐ ব্যবসা সম্পর্কে বেসিক ধারনা থাকা কাউকে নেয়া যায় কিনা।
কোন ব্যবসায় পার্টনার বা শেয়ার হতে হলে কি করবেন
কারো কোন ব্যবসায় শেয়ারের অফার পেয়েই যারা কিছু না বুঝে পার্টনার হয়ে যায়, তারা নিতান্তই লোজার হতে দেখেছি। তাই আমার উপদেশ থাকবে, আগে জেনে নিন- ঐ ব্যবসা সম্পর্কে আপনি কতটুকু বুঝেন। বর্তমান মালিকের অনাকাঙ্ক্ষিত অনুপস্থিতিতে আপনি সেই ব্যবসা কতটুকু পরিচালনা করতে পারবেন। বর্তমান মালিক বা আপনার পার্টনার তার ব্যবসার ক্রয়-বিক্রয়ের হিসাবে কোন গড়মিল করলে, তা বের করতে পারবেন কিনা। কোন অবস্থাতে ব্যবসায়ীক জটিলতা তৈরী হলে, এবং ব্যবসায়ীক অংশীদারত্বের আংশিক বা সম্পুর্ন মালিকানা ক্রয় করার ক্ষমতা থাকতে হবে। সেই সাথে তা পরিচালনার সক্ষমতা থাকলেই ঐ ব্যবসায় পার্টনার হতে পারেন।
অন্যথায় জড়িয়ে গেলে, আপনিও সেইম সমস্যায় পড়ে যেতে পারেন। না হয় ব্যবসায় লস দিয়ে স্বত্ত্ব বিক্রি করা লাগতে পারে। এতে লাভ না হয়ে ক্ষতির সম্মুখীন হতে পারে ন। এসব ঠিকঠাক থাকলে নিচের পরামর্শ গুলো আপনার জন্য। আর যদি ঠিক না থাকে তাহলে উপরের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিবেন।
পার্টনারশিপ ব্যবসায় কি কি বিষয় গুরুত্বপূর্ণ
পার্টনারশিপ ব্যবসায় যেসব বিষয় গুরুত্বপূর্ণ তার মধ্যে সঠিক আয়ব্যয়ের হিসাবটাই বেশী গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রতিদিনের ক্রয়কৃত মালামালের হিসাব আপডেট থাকতে হবে। যেসব পণ্য বিক্রয় হলো, তার হিসাব সাথে সাথেই রেজিস্ট্রার করতে হবে। অবিক্রীত পণ্য বা ষ্টক লিপিবদ্ধ রাখতে হবে। যেন যেকোন সময় হিসাব টান দিলে অল্পসময়েই মিলিয়ে নেয়া যায়।
অনেক সময় অগোছালো হিসাব মিলিয়ে নেয়ার ভয়ে, উভয়পক্ষ বা যেকোন একপক্ষ শুধু তারিখের পর তারিখ করতে থাকেন। সবকিছু সুন্দরভাবে গোছানো থাকলে, এসব হিসাবে তারিখ করার প্রয়োজন হয়না। তাই ব্যবসায়ীক সম্পর্কও নস্ট হয়না। এজন্য দৈনিক ক্রয় বিক্রয় ও স্টক মিলিয়ে নেয়া খুব জরুরী।
শেয়ার হোল্ডার নিয়ে ব্যবসা করলে আর কি প্রয়োজন
শেয়ার হোল্ডার নিয়ে ব্যবসা করলে খুব সতর্কতার সহিত ব্যবসা করতে হবে। সবাইকেই যথেষ্ট সততার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। কার কি কাজের দায়ীত্ব, কে কোন কাজ কখন করবেন, তা সবার নিকট পরিস্কার হতে হবে। যেন কারো উপর অর্পিত দায়ীত্বের অবহেলা না ঘটে। একজনের কাজ যেন অন্য জনের চাপিয়ে দিতে না পারে, সে ব্যবস্থা আগে থেকেই করে রাখতে হবে।
প্রত্যেকেরই সৎ উদ্দেশ্য দ্বারা ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য নিবেদিত হতে হবে। যদি কারো মনে অন্য উদ্দেশ্য থাকে, তাহলেই ঐ ব্যক্তির দায়ীত্বে অবহেলাজনিত কারনে ব্যবসায় ক্ষতি হতে পারে। তাই, সবাইকে সতর্কতার সাথে এসব বিষয়ে লক্ষ রাখতে হবে। ব্যবসা এমন এক পেশা, যার ইনকাম হলো সাগরের মতো, যদি আসতে শুরু করে, তাহলে আসতেই থাকবে। আবার যদি যেতে শুরু করে, তাহলে ধরে রাখাটাও অনেক কষ্টকর। তাই জেনে শুনে সবকিছু বুঝে ব্যবসা শুরু করলে, অবশ্যই লাভ হবে।
আরও পড়ুন – ইউনিক কিছু ব্যবসার আইডিয়া জেনে নিন