ভ্রমন

বিনা পয়সায় কোরিয়া যাওয়ার সুযোগ নিন

বিনা পয়সায় কোরিয়া যাওয়ার সুযোগ নিতে এখান থেকে সব ধরনের সহায়তা পেতে পারেন। এর জন্য লেখাটি মনোযোগ সহকারে পড়ুন। দেশের ৬০% বেকারের জনপ্রিয় ওয়েবসাইট indexwar এ আপনাকে স্বাগতম।

কোরিয়া যেতে কি লাগে

কোরিয়া যেতে প্রথম শর্ত হলো- তাদের ভাষা শেখে নিতে হবে। এর জন্য boesl এর অনুমোদিত ট্রেনিং সেন্টার থেকে ভাষা প্রশিক্ষণ নিতে পারলেই আপনার কাজ প্রায় শেষ। আমি চেষ্টা করবো পরবর্তীতে কোন প্রশিক্ষকের সাথে যোগাযোগ করিয়ে দিতে। তবে এখন শুধু প্রশিক্ষণের জন্য বোয়েসেল এর ঠিকানা দিতে পারবো।

বোয়েসেল কি

বোয়েসেল হলো- বাংলাদেশ ওভারসিজ এম্পয়েমেন্ট এন্ড সার্ভিসেস লিঃ। তাদের লক্ষ্য বিভিন্ন দেশের ক্লায়েন্টদেরকে দ্রুত, দক্ষ ও কার্যকর সেবা প্রদানের মাধ্যমে, বাংলাদেশের অন্যতম বিদেশী নিয়োগ সংস্থায় পরিনত হওয়া। এবং এর প্রবৃদ্ধি ধরে রেখে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখা। আশাকরি বোয়েসেল এর মুল লক্ষ্য জানতে পেরেছেন।

Boesl এর কাজ কি

Boesl এর কাজ হলো- বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি রপ্তানীতে সহায়তা করা। যারা বিদেশী ডেলিগেট দ্বারা নির্বাচিত হন, তাদের ট্রেড-টেষ্ট, মেডিকেল টেস্ট, টিকিট ও অন্যান্য সযোগ সুবিধার ব্যবস্থা ও নির্ধারিত ফি চার্জ করা। বাংলাদেশের যেকোন এলাকায় শাখা অফিস স্থাপন করা। বিদেশীদের প্রভাবিত করতে পারে এমন ক্ষয়ক্ষতি, ঝুঁকি এড়াতে সংশ্লিষ্টদের ইন্সুইরেন্স করা। এসব কাজে উভয় পক্ষকে সহায়তা দেয়াই মুলত বোয়েসেল এর কাজ।

কোরিয়ান ভাষা কোথা থেকে শিখতে হয়

কোরিয়ান ভাষা শিখতে হলে আপনার এলাকাতেই বোয়েসেল অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র আছে। শুধু খোঁজ নিয়ে ভর্তির তারিখ জেনে, ঐ সময় উপস্থিত থেকে ভর্তি হতে হবে। নিচে বোয়েসেল এর লিংক দেয়া হলো
www.boesl.gov.bd তে প্রবেশ করে আরো তথ্য পেয়ে যাবেন।

কোরিয়া যেতে আরও কি প্রয়োজন

কোরিয়া যেতে ভাষা শিক্ষার পাশাপাশি, পাসপোর্ট ও প্রথমিক মেডিক্যাল টেস্ট করে নিবেন। কোরিয়ান ডেলিগেট দ্বারা পরিক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে, তখন তাড়াহুড়ো করতে গিয়ে কোন ভুল হতে পারে। তাই আগে থেকে সব গুছিয়ে রাখা উচিত।

কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কেন্দ্র কোথায়

প্রত্যেক জেলা শহরের টিটিসি সেন্টারগুলোতে বোয়েসেল কতৃক বা অনুমোদন নিয়ে প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়। অবশ্য তা নির্ধারিত সময়ে হয়ে থাকে। এখানে ubt ক্লাস থেকে শুরু করে বেসিক ও পাসকৃত ছাত্রদের স্কিল টেস্ট করে, পরিক্ষার উপযুক্ত করা হয়। ই-৭ ভিসার জন্য যাবতীয় সুবিধাবাদী দেয়া হয়। বছরের যেকোন সময় এসব প্রশিক্ষণ শুরু হতে পারে। তাই আপনারা যারা বিনা পয়সায় কোরিয়া যেতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button