জীবনধারাব্যাবসা

ইউনিক কিছু ব্যবসার আইডিয়া জেনে নিন

ইউনিক ব্যবসার আইডিয়া নিয়ে শিল্পপতি হওয়া কোন দুঃস্বপ্ন নয়। জাস্ট একটা টেকনিক মাত্র। যদি নিজের বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন। আর ম্যানেজমেন্ট নির্ভুলভাবে করে ইউনিক চিন্তায় ব্যবসা পরিচালনা করতে পারেন। তাহলে স্বপ্ন, আগোরা, মিনাবাজারের মতো প্রতিষ্ঠান করা কয়েকদিন সময়ে ব্যপার মাত্র।

ইউনিক ব্যবসা কিভাবে করবো

ধরুন আপনার আশেপাশে কয়েকটা বাজার আছে। এর মধ্যে ১ বাজারে সামান্য বড় দেখে একটা দোকান কোঠা ভাড়া নিলেন। প্রথমে এখানে লাভজনক কিছু প্রডাক্ট নিয়ে শুরু করলেন। যেমন, কাপড়, জুতা, ও কসমেটিক দিয়ে শুরু করতে পারেন। এই ৩ টা আইটেমকে ৩ ইউনিটে ভাগ করে নিবেন। ৩ জন কর্মচারীকে আলাদা করে দায়ীত্ব দিয়ে দিলেন। কিন্তু ক্যাশ থাকবে আপনার কাছে। তারা শুধু আলাদাকরে নিজ নিজ হিসাব রাখবে। কত সেল হলো, কত টাকার প্রোডাক্ট দোকানে তুলা হলো, কত টাকার প্রোডাক্ট স্টকে আছে। ব্যাস, হিসাবে কখনও জটিলটা দেখা দিবেনা।

ব্যবসা বাড়াবো কিভাবে

আপনার বর্তমান দোকানটি কেমন চলছে, তার উপর নির্ভর করে, ব্যবসা বাড়ানোর চিন্তা করতে হবে। আপনাকে পাশে অন্যকোনো বাজারে দোকান খুজতে হবে। সুবিধা মতো দোকান পেলে, সেইম প্রোডাক্ট দিয়ে আরেকটি দোকান খুলুন। একই পদ্ধতিতে এবার পাঁচজন কর্মচারী নিয়োগ দিন। চাইলে তাদের কাছ থেকে জামানতও নিতে পারেন। বলতে পারেন কে জামানত দিবে?

ভাল বেতন দিলে, ম্যানেজারের পদ থেকে জামানত নিতে পারেন। ম্যানেজার নিতে হবে ২ জন। বাকি ৩ জন সেলস ম্যান, মোট ৫ জন কর্মচারীর সবার কাছ থেকেই চুক্তিনামা ষ্ট্যাম্প ও ব্যাংক চেক নিতে হবে। এবার ২ জন ম্যানেজারকে আগের দোকানসহ ২ টি দোকান বা শপে কাজ বুঝিয়ে দিন। নতুন ৩ জন কর্মচারির মধ্যে ২ জনকে পুরাতন শপে বদলি করে দিন। আগের দোকানের ঐ সিনিয়র ২ জনের বেতন সামান্য বৃদ্ধি করে নতুন শপে বদলি করুন। আপনি প্রতিদিন ৩-৪ ঘন্টা করে ২ টি দোকান পর্যবেক্ষণ করুন। এভাবে দোকান বাড়াতে থাকুন, স্বপ্ন দেখুন- মিনাবাজার, স্বপ্ন ও আগোরার মতো।

ব্যবসা পরিচালনা করবেন কিভাবে

এধরনের মাল্টিশপ বিজনেস পরিচালনা করার জন্য অবশ্যই ব্যবসায়ীক ধারণা থাকা প্রয়োজন। যেমন- দৈনিক বিক্রয়, পণ্য ক্রয়, স্থিতি সহ ইত্যাদি বিষয়ের উপর পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সিসিটিভি দ্বারা পর্যবেক্ষণ করতে হবে। অনলাইনে, অফলাইনে সব দিকেই কমবেশি প্রচারণা চালাতে হবে। ৪-৫ টা শপ হয়ে গেলেই একটা ওয়ারহাউজ বা হেড অফিস করতে হবে। যেখান থেকে সব কোম্পানিকে অর্ডার করা হবে। ঐ অর্ডার অনুযায়ী আলাদা আলাদা শপে ডিলাররা তাদের দায়ীত্বে ডেলিভারি করে আপনাকে মাল পৌঁছে দিবে। সোজা কথা হলো- সবগুলো শপের অর্ডার একজায়গা থেকে দেয়া হবে।

আপনার যতগুলো শপ থাকবে, ঐখানে কোন কোম্পানির এসআর গেলে, দোকানের ম্যানেজের তাকে অর্ডারের জন্য হেড অফিসে পাঠিয়ে দিবে। তারা অর্ডার ডিমান্ড পাঠাবে হেড অফিস বা ওয়ারহাউজে। এতে কোন শপে কত টাকার পণ্য মজুদ আছে, বা কেমন সেল হচ্ছে, তা খুব সহজেই অনুধাবন করা যাবে।

কর্পোরেট শপে লাভ কেমন হয়

এধরণের মাল্টিশপ বিজনেসকে কর্পোরেট শপও বলতে পারেন। একটা শপ থেকে আপনার পারিবারিক খরচ মিটিয়ে যা থাকে সেটা হয়ত সামান্য! কিন্তু ৪-৫ টা শপ থাকলে, পারিবারিক খরচ কিন্তু একই, বেনিফিটটা হবে প্রায় ৬-৭ গুন। অর্থাৎ একটা দোকান থেকে মাসে ২০ হাজার টাকা লাভ হলে, ১০ হাজার টাকা পারিবারিক খরচ বাদ দিয়ে ১০ টাকা লাভ হলে, অন্য দোকানের ২০ হাজার টাকার পুরোটাই লাভ হয়। আশাকরি লাভ কেমন হবে, তা বুঝাতে সক্ষম হয়েছি।

মাল্টিপল বিজনেস আইডিয়া কি

প্রথমে কিন্তু শুরু করেছিলেন, কাপড়, জুতা ও কসমেটিকস দিয়ে। এখন যদি আপনার একাধিক দোকান থাকে, তাহলে এতদিনে আপনার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। তাই এবার আপনি চাইলে ব্যবসায় আইটেম বা ইউনিট বাড়াতে পারেন। যেমন, গ্রোসারী বা মনোহারী অথবা দুটোই বাড়াতে পারেন।

1to99 শপ বিজনেস আইডিয়া

1to99 শপ বিজনেস আইডিয়া হলো, যারা উপরে লিখিত ব্যবসার সামর্থ্য নাই, তবে ২-৩ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। তারা এই আইডিয়াটা ট্রাই করতে পারেন। ওয়ান টু নাইনটি নাইন শপে যে সমস্থ আইটেম রাখতে পারেন, তা হলো- প্রথমত মনোহারী সামগ্রী, যা প্রত্যেক পরিবারের নিত্য প্রয়োজনীয় আইটেম বা সামগ্রী।

বাচ্চাদের কিছু খেলনা, ঘরগৃহস্থালীতে লাগে এমন কিছু ছোট ছোট প্লাস্টিক, হার্ডওয়ার, ও ইলেক্ট্রিক আইটেম রাখতে পারেন। ঘরে শোকেচে থাকে এমন প্রয়োজনীয় বা শোপিস জাতীয় কিছু পণ্য রাখুন। হাত ও পায়ের মোজা, টুপি, ক্যাপ, হ্যাট ইত্যাদিও রাখুন। সব মিলিয়ে ২ লাখ টাকার মাল কিনলেই একটি মোটামুটি মানের 1to99 shop হয়ে যাবে। তবে, অন্যান্য দোকানে যে প্রোডাক্ট ১০ টাকা সেল করে, আপনি সেটা ৯ টাকায় সেল না করতে পারলে, ৬ মাসের মধ্যে দোকানটি বন্ধ করে দিতে হতে পারে।

এরকম অনেক বিজনেস আইডিয়া ও দারুন কিছু বিষয়ের উপর গবেষণা ভিত্তিক লেখা দিয়ে সাজানো ইনডেক্স ওয়ার সাইটটি পড়ুন ও শেয়ার করুন। নতুন কোন বিষয়ে জানতে কমেন্ট করুন। আপনার আগ্রহ জানতে পারলে আমরা খুশি হই, এটা নিয়ে গবেষণা করি। ধন্যবাদ

আরও পড়ুন – পরিবহন বা রেন্ট এ কার সার্ভিস বিজনেস আইডিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button